কাতার ফাউন্ডেশনকাতার ফাউন্ডেশন লোগো |
গঠিত | ১৯৯৫ (1995) |
---|
ধরন | অলাভজনক সংস্থা |
---|
সদরদপ্তর | আল-রায়ান, দোহা, কাতার |
---|
অবস্থান | |
---|
মূল ব্যক্তিত্ব | শেখ হামাদ বিন খলিফা আল থানি, প্রতিষ্ঠাতা; শেখ মোজা বিনতে নাসির, চেয়ারপারসন |
---|
ওয়েবসাইট | Qatar Foundation |
---|
কাতার ফাউন্ডেশন হল ১৯৯১ সালে কাতারের বর্তমান আমীরের পিতা হামাদ বিন খলিফা আল থানি এবং মাতার অর্থায়নে কাতারে প্রতিষ্ঠিত একটি আধাসরকারি অলাভজনক চ্যাটার্ড সংস্থা|[১]
স্পন্সরশিপ
২০১০ সালের ১লা ডিসেম্বর কাতার ফাউন্ডেশন বার্সেলোনা ফুটবল টিমের টিশার্টে লোগো প্রদর্শনের চুক্তিতে ১৭কোটি ডলার মুল্য প্রদানের মাধ্যমে দলটির স্পন্সরশিপ গ্রহণ করে যা ২০১৩ সালে কাতার এয়ারওয়েজের কাছে হস্তান্তর করা হয়|[২][৩] ২০১১ সালে কাতার ফাউন্ডেশন উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথে চুক্তি করে যেখানে আরবি উইকিপিডিয়া সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করা হয়|.[৪]
তথ্যসূত্র