কাজেম আলী স্কুল এন্ড কলেজ

কাজেম আলী স্কুল এন্ড কলেজ
রাতের বেলা প্রতিষ্ঠানটির মূল ফটক
অবস্থান
মানচিত্র

,
৪২০৩

স্থানাঙ্ক২২°২১′০৫″ উত্তর ৯১°৫০′১২″ পূর্ব / ২২.৩৫১৩৮২° উত্তর ৯১.৮৩৬৬৯৫° পূর্ব / 22.351382; 91.836695
তথ্য
ধরনবেসরকারি
নীতিবাক্যহে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করে দাও।
প্রতিষ্ঠাকাল১৮৮৫; ১৩৯ বছর আগে (1885)
প্রতিষ্ঠাতাকাজেম আলী
বিদ্যালয় বোর্ডচট্টগ্রাম শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাচট্টগ্রাম জেলা
তদারকিসানজিদা মোখতার তানজিন
বিদ্যালয় কোডইআইআইএন: ১০৪৪৯১
শ্রেণি১ম-১২শ
ভাষাবাংলা
ওয়েবসাইটwww.kascc.edu.bd

কাজেম আলী স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের ড. মুহম্মদ এনামুল হক সড়কে অবস্থিত একটি বেসরকারি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৮৮৫ খ্রিষ্টাব্দে কাজেম আলী প্রতিষ্ঠা করেন এবং এটি কোতোয়ালী থানার অন্তর্গত।

ইতিহাস

কাজেম আলী তৎকালীন মুসলিম সমাজকে শিক্ষায় অগ্রসর করতে ১৮৮৫ সালে চট্টগ্রাম ইংলিশ মিডল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এটি আরো পরে কাজেম আলী স্কুল হিসেবে পরিবর্তিত হয়।[][] ১৮৮৫ সাল থেকে ১৯২১ সাল পর্যন্ত কাজেম আলী এই স্কুলটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজেম আলী, তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেটের কেনা জমিতে স্কুলটি তৈরি করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] ইংরেজদের বিপক্ষে থাকা স্থানীয়রা শুরুর দিকে তিনবার স্কুলটি পুড়িয়ে দিয়েছিল।[তথ্যসূত্র প্রয়োজন] ১৯৯১ সাল থেকে কয়েকবার স্কুলটি কাজেম আলীর পরিবারের সদস্যদের দ্বারা দখল করার চেষ্টা করা হয়েছিল।[]

প্রতিষ্ঠাকালীন গঠনপ্রণালী

  1. হেডমাস্টার: কাজেম আলী
  2. হেডপণ্ডিত: রামচন্দ্র বিদ্যারত্ন
  3. সেকেন্ডমাস্টার: আক্কেল আলী (কাজেম আলীর ভাই)
  4. সেকেন্ডপণ্ডিত: হর কুমার শীল
  5. থার্ডমাস্টার: মনুহর আলী
  6. থার্ডপণ্ডিত: শশী কুমার দাশ

কৃতি শিক্ষার্থী

তথ্যসূত্র

  1. "কাজেম আলী স্কুল এন্ড কলেজে কাজেম আলী মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালিত"। চট্টগ্রাম ডেইলি। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "কাজেম আলী মাস্টার : শিক্ষা আর সমাজ সেবায় অনন্য পথিকৃৎ"। দৈনিক আজাদী। ১১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "কাজেম আলী মাস্টারের কথিত পরিবার স্কুল দখলের পাঁয়তারা করছে"। বাংলা নিউজ ২৪। ৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০ 
  4. "এক অদম্য রাজনীতিবিদ মহিউদ্দিন চৌধুরী"। বাংলা ট্রিবিউন। ১৫ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!