কাজাখস্তান জাতীয় মহিলা ফুটবল দল

কাজাখস্তান
দলের লোগো
অ্যাসোসিয়েশনকাজাখস্তান ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচমাদিয়ার কেম্বিলোভ
অধিনায়কবেগম কিরগিজবায়েভা
সর্বাধিক ম্যাচইউলিয়া ম্যাসনিকোভা (37)
ফিফা কোডKAZ
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৯৯ অপরিবর্তিত (১৫ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৫৮ (মার্চ ২০০৯)
সর্বনিম্ন১০১ (ডিসেম্বর ২০২২ – মার্চ ২০২৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 কাজাখস্তান ০–০ হংকং 
(কোটা কিনাবালু, মালয়েশিয়া; ২৪ সেপ্টেম্বর ১৯৯৫)
বৃহত্তম জয়
 হংকং ০–৮ কাজাখস্তান 
(বাকোলোড, ফিলিপাইন; ৭ নভেম্বর ১৯৯৯)
বৃহত্তম পরাজয়
 জার্মানি ১৭–০ কাজাখস্তান 
(ভিসব্যাডেন, জার্মানি; ১৯ নভেম্বর ২০১১)
এশিয়ান কাপ
অংশগ্রহণ৩ (১৯৯৫-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৯৫, ১৯৯৭, ১৯৯৯)

কাজাখস্তান জাতীয় মহিলা ফুটবল দল (কাজাখ: Қазақша Қазақстан әйелдер футбол құрамасы) মহিলাদের আন্তর্জাতিক ফুটবলে কাজাখস্তান দেশের প্রতিনিধিত্ব করে থাকে। পূর্বে এই দলটি এএফসির অধীনে খেললেও, পরে উয়েফার সদস্য হয়ে যায়।

কর্মকর্তা

পদ নাম তথ্যসূত্র
প্রধান কোচ কাজাখস্তান মাদিয়ার কেম্বিলোভ []
সহকারী কোচ কাজাখস্তান বেগম কিরগিজবায়েভা
গোলকিপিং কোচ কাজাখস্তান মুরাত মুকাশেভ
ফিজিক্যাল কোচ কাজাখস্তান মুরাত কালামবেকোভ
ডাক্তার কাজাখস্তান বুরঝান আবায়েভ
ম্যাসেজ থেরাপিস্ট কাজাখস্তান আরমান নুরলানুলি
ম্যাসেজ থেরাপিস্ট কাজাখস্তান এরদোস কালিমোভ
অ্যাডমিনিস্ট্রেটর কাজাখস্তান হায়দার কুবেয়ভ

কোচের তালিকা

পরিসংখ্যান

সর্বকালের রেকর্ড:[]

১৭ নভেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।
কাজাখস্তান খে ড্র হা স্বগো বিগো গোপা
মোট ৮৮ ১৪ ১১ ৬২ ৬২ ২৬৮ -২০৬

টুর্নামেন্ট রেকর্ড

এএফসি মহিলা এশিয়ান কাপ
  • ১৯৯৫, ১৯৯৭, ১৯৯৯: গ্রুপ পর্ব

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা মহিলা বিশ্ব র‌্যাঙ্কিং"ফিফা। ১৫ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩ 
  2. Coaching staff:[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. Worldfootball

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!