কাজাখস্তানের সংবাদপত্রের তালিকা

নীচে কাজাখস্তানের সংবাদপত্রের একটি তালিকা রয়েছে।

সংবাদপত্র

  • কারভান - রাশিয়ান ভাষার সংবাদপত্র।
  • এজেনিয়ান কাজাখস্তান - প্রজাতন্ত্র পত্রিকা।
  • কাজাখস্কায়া প্রভদা - কাজাখস্তানের জাতীয় পত্রিকা।
  • টাইমস অব সেন্ট্রাল এশিয়া - কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানকে কেন্দ্র করে স্বাধীন পত্রিকা।
  • ভ্রেম্যা - রাশিয়ান ভাষার সংবাদপত্র।
  • জোনাকজ - অনলাইন পত্রিকা রাশিয়ান ভাষা।
  • ভেচের্নি আলমাতি - আলমাটিতে দৈনিক সরকারী শহর পত্রিকা। রাশিয়ান ভাষায় প্রকাশিত।
  • ডায়াপাজন - আখতারোবের স্বাধীন সামাজিক-রাজনৈতিক পত্রিকা।
  • লিটার - কাজাখস্তানের রিপাবলিকান আর্থ-রাজনৈতিক পত্রিকা।
  • আকমলিনস্কায় প্রভদা - সামাজিক ও রাজনৈতিক সংবাদপত্র।
  • কুরসিভ - রিপাবলিকান ব্যবসায় সাপ্তাহিক।
  • বিজনেস এন্ড ভ্লাস্ট - ব্যবসায় পত্রিকা।
  • ভেচের্নিয়া আস্তানা - সামাজিক-রাজনৈতিক, তথ্য পত্রিকা।
  • দেলোভয় কাজাখস্তান - রিপাবলিকান অর্থনৈতিক পত্রিকা।
  • ক্যাপিটাল - ব্যবসায় সাপ্তাহিক।
  • নভায়া গ্যাজেতা কেজেড - সংবাদপত্র।
  • এক্সপ্রেস-কে - রিপাবলিকান আর্থ-রাজনৈতিক সংবাদপত্র।

আরো দেখুন

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!