কাইনাজ মোতিবালা

কাইনাজ মোতিওয়ালা
বিগ স্টার ইয়াং এন্টারটেইনার অ্যাওয়ার্ডস ২০১২-এ কাইনাজ মোতিওয়ালা
জন্ম (1986-11-20) ২০ নভেম্বর ১৯৮৬ (বয়স ৩৮)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৯—২০১৪
দাম্পত্য সঙ্গীউর্বক্ষ ডক্টর (বি. ২০১৩)

কাইনাজ মোতিওয়ালা একজন ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৯ সালে তানিয় চরিত্রে ওয়েক আপ সিড-এ একটি ছোট চরিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। ২০১০ সালের বলিউড চলচ্চিত্র পাঠশালা-তে শৈলী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

২০১১ সালে তিনি হরর-থ্রিলার চলচ্চিত্র রাগিনী এমএমএস-এ কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ইউনিনর, ম্যাকডোনাল্ডস, ভিডিওকন মোবাইল ফোন এবং সনি পিক্স প্রোমোর মতো কয়েকটি ভারতীয় টেলিভিশন বিজ্ঞাপনেও উপস্থিত হয়েছেন। মোতিওয়ালাকে ছয় বছর ধরে শ্যামক দাবর প্রশিক্ষণ দিয়েছেন।[]

তার মাতৃভাষা গুজরাটি[]

ব্যক্তিগত জীবন

কাইনাজ ২০১৩ সালের ২৮ নভেম্বর একটি পার্সি অনুষ্ঠানে উর্বক্ষ ডক্টরের সঙ্গে বিয়ে করেন। ২০১৬ সালে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।[][]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
২০০৯ ওয়েক আপ সিড তানিয়া লাথিয়া অভিষেক চলচ্চিত্র
২০১০ পাঠশালা শৈলী
২০১১ রাগিনী এমএমএস রাগিনী
২০১২ চলো ড্রাইভার তানিয়া মালহোত্রা
২০১৪ রাগিনী এমএমএস ২ রাগিনী ক্ষণিক চরিত্রাভিনয়
বুচাম্মা বুচোদু শ্রাবণী তেলুগু চলচ্চিত্র

টেলিভিশন

বছর ধারাবাহিক ভূমিকা মন্তব্য
২০১১ কিসমত তানিয়া / জুলেখা কবির খান নবাব কবির মোবারক খানের মেয়ে

তথ্যসূত্র

  1. "30 Facts About Kainaz Motivala"The Times of India। সংগ্রহের তারিখ ২ মে ২০১৬ 
  2. "Chat: Kainaz Motivala from Ragini MMS"। ১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২২ 
  3. "Ragini MMS actress Kainaz Motivala gets married" 
  4. "Sayali Bhagat and Kainaz Motivala hitched" 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!