কাইটাইল ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল — কেশজানি, জাওলা, শিবাশ্রম,জয়পাশা, কাইটাইল
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাইতলী ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২১০৬৬ জন[১], যারা ৪৪২৬ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১০৫১৭ জন এবং নারী হল ১০৫৪৯ জন।
শিক্ষা ও সংস্কৃতি:
কাইটাইল ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩২.৮%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩০.৪% এবং পুরুষ শিক্ষার হার ৩৫.২%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে:
১,কেশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত:১৮৫০ খ্রীষ্টাব্দ।
২,হাজরা গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।স্থাপিত:১৯০৬ খ্রীষ্টাব্দ।
↑ কখগPopulation & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ২৭৫। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)