করিমগঞ্জ দক্ষিণ বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (এগারো বার)।
ভোটার পরিসংখ্যান
২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৯১,২৩৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯৮,৩৬৯ জন এবং নারী ভোটার ৯২,৮৬৭ জন। এছাড়াও তিনজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। করিমগঞ্জ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৪৪।
২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৬০,৬৭০ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৪,৫৯৯ জন এবং নারী ভোটার ৭৬,০৭১ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৪৪,১০৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৫,৩২৯ জন এবং নারী ভোটার ৬৮,৭৭৪ জন।[৩]
বিধানসভার সদস্য
নির্বাচনী ফলাফল
২০২১ ফলাফল
২০১৬ ফলাফল
তথ্যসূত্র