কমলপুর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ৬০ টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম।[২][৩] এই আসনটি সংরক্ষিত আসন নয়। এই কেন্দ্রটি ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৪][৫] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৬৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সাত বার)।[৬]
ভোটার পরিসংখ্যান
২০১৮ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৪৩,২৫৫ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২১,৮৮৩ জন এবং নারী ভোটার ২১,৩৭২ জন। কমলপুর বিধানসভা কেন্দ্রে ২০১৮ ভোটার লিঙ্গানুপাত ৯৭৭। ২০১৩ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিলো ৪০,৫১৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ২০,৫২৩ জন এবং নারী ভোটার ১৯,৯৯৫ জন।
বিধানসভার সদস্য
নির্বাচন
|
বিধায়ক[৭]
|
দল
|
সময়কাল
|
১৯৬৭
|
কে.সি দাস
|
|
কংগ্রেস
|
১৯৬৭-৭২
|
১৯৭২
|
সুনীলচন্দ্র দত্ত
|
১৯৭২-৭৭
|
১৯৭৭
|
বিমল সিংহ
|
|
সিপিআই(এম)
|
১৯৭৭-২০০৩
|
১৯৮৩
|
১৯৮৮
|
১৯৯৩
|
১৯৯৮
|
২০০৩
|
বিজয়লক্ষ্মী সিংহ
|
২০০৩-০৮
|
২০০৮
|
মনোজকান্তি দেব
|
|
কংগ্রেস
|
২০০৮-১৩
|
২০১৩
|
বিজয়লক্ষ্মী সিংহ
|
|
সিপিআই(এম)
|
২০১৩-১৮
|
২০১৮
|
মনোজকান্তি দেব
|
|
বিজেপি
|
২০১৮-বর্তমান
|
নির্বাচনী ফলাফল
২০১৮ ফলাফল
২০১৩ ফলাফল
তথ্যসূত্র