ওয়ানটেল একটি বাংলাদেশী ফিক্সড লাইন এবং প্রাইভেট পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক অপারেটর। ২০০৮ সালের মে পর্যন্ত এই অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ছিল ৩৭,৭৯৬।[১]
ইতিহাস
ওয়ানটেল বাংলাদেশের উত্তর-পশ্চিম অংশে ( রাজশাহী বিভাগ ) ফিক্সড ফোন পরিষেবা সরবরাহের জন্য বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে লাইসেন্স পেয়েছে।
নম্বর স্কিম
ওয়ানটেল তার গ্রাহকদের জন্য নিম্নলিখিত নম্বর স্কিম ব্যবহার করে:
+৮৮০ ৬৪ এন ১ এন ২ এন ৩ এন ৪ এন ৫ এন ৬ এন ৭ এন ৮
যেখানে ৮৮০ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গ্রাহক ডায়ালিং কোড এবং কেবল বাইরে থেকে ডায়াল করার ক্ষেত্রে এটির প্রয়োজন।
৬৪ র্যাংকসটেলের জন্য অ্যাক্সেসের কোড হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দ হয়। +৮৮০ -এর ক্ষেত্রে স্থানীয় কল উপস্থাপনে 0 ব্যবহার করা প্রয়োজন, সুতরাং ওয়ানটেলের ০৬৪ হল সাধারণ অ্যাক্সেস কোড।
সেবা
ওয়ানটেল রাজশাহী, বগুড়া ও রংপুরে তিনটি গ্রাহক সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। [২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ