ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড

ওয়ানটেল একটি বাংলাদেশী ফিক্সড লাইন এবং প্রাইভেট পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক অপারেটর। ২০০৮ সালের মে পর্যন্ত এই অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ছিল ৩৭,৭৯৬।[]

ইতিহাস

ওয়ানটেল বাংলাদেশের উত্তর-পশ্চিম অংশে ( রাজশাহী বিভাগ ) ফিক্সড ফোন পরিষেবা সরবরাহের জন্য বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে লাইসেন্স পেয়েছে।

নম্বর স্কিম

ওয়ানটেল তার গ্রাহকদের জন্য নিম্নলিখিত নম্বর স্কিম ব্যবহার করে:

+৮৮০ ৬৪ এন এন এন এন এন এন এন এন

যেখানে ৮৮০ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গ্রাহক ডায়ালিং কোড এবং কেবল বাইরে থেকে ডায়াল করার ক্ষেত্রে এটির প্রয়োজন।

৬৪ র‌্যাংকসটেলের জন্য অ্যাক্সেসের কোড হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দ হয়। +৮৮০ -এর ক্ষেত্রে স্থানীয় কল উপস্থাপনে 0 ব্যবহার করা প্রয়োজন, সুতরাং ওয়ানটেলের ০৬৪ হল সাধারণ অ্যাক্সেস কোড।

সেবা

ওয়ানটেল রাজশাহী, বগুড়ারংপুরে তিনটি গ্রাহক সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। []

তথ্যসূত্র

  1. "Bangladesh Telecommunication Regulatory Commission"। ২০০৮-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৭ 
  2. "Official website"। ১২ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!