ওমর ফাইদ|
পূর্ণ নাম |
ওমর ফাইদ আব্দুল ওয়াহাব আল রাখাউই[১] |
---|
জন্ম |
(2003-07-04) ৪ জুলাই ২০০৩ (বয়স ২১) |
---|
জন্ম স্থান |
মনুফিয়া, মিশর |
---|
উচ্চতা |
১.৯৮ মিটার (৬ ফুট ৬ ইঞ্চি)[১] |
---|
মাঠে অবস্থান |
রক্ষণভাগের খেলোয়াড় |
---|
|
বর্তমান দল |
নোভি পাজার |
---|
জার্সি নম্বর |
৩ |
---|
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০৭, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ওমর ফাইদ আব্দুল ওয়াহাব আল রাখাউই (আরবি: عمر فايد عبد الوهاب الرخاوى; জন্ম: ৪ জুলাই ২০০৩; ওমর ফাইদ নামে সুপরিচিত) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মিশরীয় ক্লাব নোভি পাজার এবং মিশর জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২২ সালে, ফাইদ মিশর অনূর্ধ্ব-২০ দলের হয়ে মিশরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
ওমর ফাইদ আব্দুল ওয়াহাব আল রাখাউই ২০০৩ সালের ৪ঠা জুলাই তারিখে মিশরের মনুফিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
ফাইদ মিশর অনূর্ধ্ব-২০ এবং মিশর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মিশরের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ২৪শে মার্চ তারিখে তিনি স্লোভাকিয়া অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে মিশর অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] ফাইদ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত মিশর অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- {{ফিফা খেলোয়াড়}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- সকারওয়েতে {{সকারওয়ে}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- সকারবেসে {{সকারবেস}} টেমপ্লেটে আইডি নেই ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই
- বিডিফুটবলে {{বিডিফুটবল}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।