এসএআই স্টেডিয়াম, স্থানীয়ভাবে সাই এসটিসি গ্রাউন্ড নামে পরিচিত, হল ভারতের আসামের বড়োল্যান্ড স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চলের কোকরাঝাড়ে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম।[১] এই স্টেডিয়ামটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ (এসএআই) কোকরাঝাড় বিভিন্ন খেলাধুলায় ক্রীড়াবিদদের সহায়তা করে থাকে। ২৭ একর জায়গা জুড়ে কেন্দ্রটিতে ফুটবল এবং অ্যাথলেটিক্স স্টেডিয়াম, একটি সম্পূর্ণ সজ্জিত জিম, একটি হকি মাঠ, একটি উশু ইনডোর স্টেডিয়াম এবং পুরুষ ও মহিলা ক্রীড়াবিদদের জন্য পৃথক হোস্টেল সহ আধুনিক সুবিধা রয়েছে। অন্যান্য জাতীয় ক্রীড়া পাশাপাশি ফুটবলের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং উল্লেখযোগ্যভাবে ডুরান্ড কাপে বড়োল্যান্ড এফসির হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২][৩][৪] স্টেডিয়ামটিতে ১০,০০০ দর্শকের বসার ক্ষমতা রয়েছিল।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
|
জাতীয় দল | |
---|
লিগ ব্যবস্থা | |
---|
কাপ প্রতিযোগিতা | |
---|
আন্তর্জাতিক প্রতিযোগিতা | |
---|
দেশব্যাপী প্রতিযোগিতা | |
---|
যুব প্রতিযোগিতা | |
---|
রাজ্য কাপ | |
---|
বিলুপ্ত প্রতিযোগিতা | |
---|
|
|
|
|
|