এনামুর রহমান

এনামুর রহমান
প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
৭ জানুয়ারি ২০১৯ – ১০ জানুয়ারি ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীমোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
উত্তরসূরীমুহিব্বুর রহমান মুহিব
ঢাকা-১৯ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৯ জানুয়ারি ২০১৪ – ৯ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীতালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ
উত্তরসূরীসাইফুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-03-08) ৮ মার্চ ১৯৫৭ (বয়স ৬৭)
সাভার, পূর্ব পাকিস্তান
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশাচিকিৎসক, রাজনীতিবিদ

এনামুর রহমান (জন্ম ৮ মার্চ ১৯৫৭) একজন রাজনীতিবিদ এবং চিকিৎসক। তিনি দশমএকাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনামুর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

কর্মজীবন

এনামুর ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি সাভারগোপালগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি সাভারে ফিরে আসেন এবং এনাম ক্লিনিক নামে ৬ শয্যা বিশিষ্ট একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধ্বসে পড়ার পর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং এর প্রতিষ্ঠাতা এনামুর রহমান আহতদের তিন মাস বিভিন্ন পর্যায়ে চিকিৎসা সেবা দিয়ে দেশব্যাপী আলোচিত হন।[]

রাজনৈতিক জীবন

এনামুর ছাত্র থাকাকালীন ছাত্র রাজনীতিতে যোগদান করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭০-এর সাধারণ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেন।[] ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তান বাহিনীর উর্দূতে লেখা চিঠিপত্র বাংলায় অনুবাদ করে মুক্তি বাহিনীকে সহায়তা করতেন।[] ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৯ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে জয় লাভ করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।[] ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। []

তথ্যসূত্র

  1. "রানা প্লাজা ধস; চিকিৎসক থেকে এমপি এনাম - banglanews24.com (২৪ এপ্রিল, ২০১৪)"। ১০ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৭ 
  2. "ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি"দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 
  3. https://ntvbd.com/election/news-1341589

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!