এদ্গার দ্যগা, পূর্ণ জন্মনাম ইলের জের্মাঁ এদ্গার দ্যগা[১] (ফরাসি: Hilaire-Germain-Edgar Degas, আ-ধ্ব-ব: [ilɛʀ ʒɛʁmɛ̃ ɛdɡɑʀ døˈɡɑ]) বিখ্যাত ফরাসি চিত্রকর। তিনি অন্তর্মুদ্রাবাদ ধারার অন্যতম জনক। তাঁর প্রিয় মাধ্যম ছিল প্যাস্টেল। তাঁর আঁকা তৈলচিত্র নর্তকীদের মহড়া (La Classe de Danse), লাবসাঁত ("সোমরস", L'absinthe), ইত্যাদি বিখ্যাত।