এক্স অফিসিয়ো সদস্য

এক্স অফিসিয়ো সদস্য (ইংরেজি: Ex-Officio Member) হলো এমন একটি পদবি যা কাউকে একটি নির্দিষ্ট পদ বা দায়িত্বের কারণে কোনো সংস্থার বা কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করে। এই ধরনের সদস্যদেরকে আলাদা করে নির্বাচন করতে হয় না; বরং তারা তাদের বর্তমান পদের দায়িত্ব পালনকালে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কমিটি বা সংস্থার সদস্য হন। [] সাধারণত, এই সদস্যরা তাদের বর্তমান অবস্থানের কারণেই সদস্যপদ লাভ করেন এবং তাদের মেয়াদকাল বা দায়িত্ব যতদিন থাকে, ততদিন পর্যন্ত সদস্য হিসেবে থাকেন। []

ল্যাটিন শব্দ “ex officio” এর অর্থ হলো “পদাধিকারবলে” বা “অফিসের কারণে”, যা নির্দেশ করে যে এই সদস্যপদ তার মূল দায়িত্বের একটি প্রাকৃতিক অংশ।[][]

তথ্যসূত্র

  1. "What is Ex Officio? Definition and Role in the Boardroom"Azeus Convene (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২২ 
  2. (পিডিএফ) https://cms2.revize.com/revize/fallriver/Document%20Center/Special%20Charter%20Committee%20Review/Ex-Officio-Member-Docs.pdf। সংগ্রহের তারিখ ২২ অক্টো ২০২৪  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  3. "Ex Officio Members | ICAOS"interstatecompact.org। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২৩ 
  4. "ex officio"Cambridge Dictionary। ১৬ অক্টো ২০২৪। সংগ্রহের তারিখ ২৩ অক্টো ২০২৪ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!