এইডান গিলেন |
---|
|
|
জন্ম | এইডান মার্ফি (1968-04-24) ২৪ এপ্রিল ১৯৬৮ (বয়স ৫৬)
|
---|
পেশা | অভিনেতা |
---|
কর্মজীবন | ১৯৮৫–বর্তমান |
---|
দাম্পত্য সঙ্গী | অলিভিয়া ওফ্ল্যানাগ্যান (২০০১ (বি. ২০১৪)) |
---|
সন্তান | ২ |
---|
এইডান গিলেন (ইংরেজি: Aidan Gillen (); জন্ম এইডান মার্ফি; ২৪ এপ্রিল ১৯৬৮) হলেন একজন আইরিশ অভিনেতা। তিনি এইচবিওর গেম অব থ্রোনস (২০১১-২০১৭) ধারাবাহিকে পিটার "লিটলফিঙ্গার" বেলিশ চরিত্রে, দ্য ওয়্যার (২০০৪-২০০৮) ধারাবাহিকে টমি কারসেত্তি, চ্যানেল ৪ এর কুইয়ার অ্যাজ ফোক (১৯৯৯-২০০০) ধারাবাহিকে স্টুয়ার্ট অ্যালান জোন্স, আরটিই টেলিভিশনের লাভ/হেট (২০১০-২০১১) ধারাবাহিকে জন বয় এবং দ্য ডার্ক নাইট রাইজেস (২০১২) চলচ্চিত্র সিআইএ অপারেটিভ বিল উইলসন চরিত্রে কাজের জন্য প্রসিদ্ধ। তিনি আদার ভয়েসেস অনুষ্ঠানের দশক থেকে ত্রয়োদশ মৌসুমের উপস্থাপনা করেন।
গিলেন ২০০৯ সালে দ্য ওয়্যার, ২০১২ সালে লাভ/হেট ও ২০১৫ সালে চার্লি ধারাবাহিকের জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে আইরিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন পুরস্কার অর্জন করেন।[১] এছাড়া তিনি একবার করে ব্রিটিশ একাডেমি টেলিভিশন পুরস্কার, ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম পুরস্কার ও টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২]
প্রারম্ভিক জীবন
গিলেন ১৯৬৮ সালের ২৪ এপ্রিল ডাবলিনের ড্রামকন্ড্রা শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম এইডান মার্ফি। তিনি গ্লাসনেভিনের সেন্ট ভিনসেন্ট্স সিবিএসে পড়াশুনা করেন। তার অভিনয়ের যাত্রা শুরু হয় কিশোর অবস্থায় ডাবলিন ইয়ুথ থিয়েটারে আ মিডসামার নাইট্স ড্রিম মঞ্চনাটকে নিক বটম চরিত্রে অভিনয় দিয়ে। পরে তিনি ডাবলিন ছেড়ে লন্ডন চলে যান।[৩]
কর্মজীবন
গিলেন ১৯৯৯ থেকে ২০০০ সালে চ্যানেল ৪-এর টেলিভিশন ধারাবাহিক কুইয়ার অ্যাজ ফোক-এ স্টুয়ার্ট অ্যালান জোন্স চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ব্রিটিশ একাডেমি টেলিভিশন পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০০৩ সালে তিনি হ্যারল্ড পিটারের দ্য কেয়ারটেকার মঞ্চনাটকে মাইক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন এবং টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৪] দ্য কেয়ারটেকার-এর মাধ্যমে পরিচিতি লাভ করার পর তাকে এইচবিওর দ্য ওয়্যার ধারাবাহিকের জন্য নির্বাচন করা হয়। ২০০৪ সালে থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি এই ধারাবাহিকের টমি কারসেত্তি চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রের জন্য তিনি ২০০৯ সালে শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতার জন্য আইরিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন পুরস্কার লাভ করেন।
২০০৭ সালে তিনি ডেভিড ম্যামেটের আমেরিকান বাফেলো মঞ্চনাটকে টিচ চরিত্রে অভিনয় করেন। ডাবলিনের গেট থিয়েটারের এই মঞ্চনাটকে অভিনয়ের জন্য তিনি আইরিশ টাইমস থিয়েটার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৫] ২০০৮ সালে সানডে ট্রিবিউন গিলেনকে "আইরিশ কাল্ট হিরো" উপাধি প্রদান করে। ২০০৯ সালে তিনি ১২ রাউন্ডস ছবিতে এবং একই বছরের জুলাই মাসে বিবিসি ২-এর ফ্রিফল টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর তিনি ব্রিটিশ নাট্য ধারাবাহিক থ্রোন-এ ফিল হেন্ড্রিক চরিত্রে অভিনয় করেন। ২০১০ থেকে ২০১১ সালে তিনি লাভ/হেট ধারাবাহিকে মাফিয়া বস জনি পাওয়ার চরিত্রে অভিনয় করেন।[৬] ধারাবাহিকটি সমাদৃত হয় এবং তিনি তার তৃতীয় আইরিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় বার এই পুরস্কার জয় করেন।
২০১১ সাল থেকে গিলেন এইচবিওর মহাকাব্যিক কল্পনাধর্মী গেম অব থ্রোনস ধারাবাহিকে পিটার "লিটলফিঙ্গার" বেলিশ চরিত্রে অভিনয় শুরু করেন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি তার দ্বিতীয় আইরিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৭] তিনি এই ধারাবাহিকের সাতটি মৌসুমেই অভিনয় করেন,[৮] এবং সপ্তম মৌসুমের চূড়ান্ত পর্ব দ্য ড্রাগন অ্যান্ড দ্য উলফ-এ তার মৃত্যুর মধ্য দিয়ে তার চরিত্রের অংশ শেষ হয়।[৯] ২০১১ সালে তিনি ব্রিটিশ অপরাধধর্মী থ্রিলার চলচ্চিত্র ব্লিটজ-এ ব্যারি ওয়েজ এবং ব্রিটিশ ভৌতিক চলচ্চিত্র ওয়েক উড-এ প্যাট্রিক ডেলি চরিতে অভিনয় করেন।
ব্যক্তিগত জীবন
গিলেন ২০০১ সালে অলিভিয়া ওফ্ল্যানাগ্যানকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে।[১০] ২০০৯ সালে গিলেন দ্য ওয়্যার ধারাবাহিকের জন্য আইরিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন পুরস্কার লাভ করলে তিনি তা তার স্ত্রী ও সন্তানদের উৎসর্গ করে বলেন "তারা তার জন্য বড় অনুপ্রেরণা"।[১১] ২০১৪ সালে গিলেন ও ওফ্ল্যানাগ্যানের বিচ্ছেদ হয়। গিলেনের বর্তমান সঙ্গী গায়িকা ক্যামিল ওসুলিভান।[১২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ