ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল |
---|
|
ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের মনোগ্রাম |
|
|
ফার্মগেট , ঢাকা
|
|
বিদ্যালয়ের ধরন | ব্যক্তিগত উদ্যোগ, শহুরে |
---|
প্রতিষ্ঠাকাল | ২৯ জুলাই ১৯৬০ (1960-07-29) |
---|
প্রতিষ্ঠাতা | মির্জা আহমেদ ইস্পাহানি |
---|
বিদ্যালয় বোর্ড | ইস্পাহানি গ্রুপ |
---|
ইনস্টিটিউট ও হসপিটাল | শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত একটি হাসপাতাল। |
---|
অনুমোদনকারী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
---|
বিদ্যালয়ের কার্যসময় | ২৪ ঘণ্টা |
---|
ক্যাম্পাস | ৪টি। প্রধান কার্যালয় ফার্মগেট, ঢাকা। তাছাড়া জামালপুর, নওগাঁ ও বরিশালে ব্রাঞ্চ অফিস রয়েছে। |
---|
ক্যাম্পাসের ধরন | ইট, পাথর ও কাঠ |
---|
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
---|
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল বেসরকারী ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত একটি হাসপাতাল। এর প্রতিষ্ঠাতা মির্জা আহমেদ ইস্পাহানি।[১]
অবস্থান
প্রধান কার্যালয় ঢাকার ফার্মগেটে অবস্থিত। জামালপুর, নওগাঁ ও বরিশালে ব্রাঞ্চ অফিস রয়েছে। জামালপুর ব্রাঞ্চ অফিস শতদল, আমলাপাড়া (জিলা স্কুলের বিপরীতে), জামালপুরে অবস্থিত। নওগাঁ ব্রাঞ্চ নূর মঞ্জিল, চক মোক্তার রোড, নওগাঁয় অবস্থিত এবং বরিশাল ব্রাঞ্চ দক্ষিণ বগুড়া রোড, বরিশালে অবস্থিত। [২][৩]
ইতিহাস
২৯শে জুলাই ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।[৪] ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে অত্যন্ত নিখুঁত ও নিরাপদে চোখের ছানি অপারেশন হচ্ছে।[৫][৬][৭]
অবকাঠামো
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চোখের যে কয়টি শাখায় চিকিৎসা হয় সেগুলো হচ্ছে গ্লুকোমা, রেটিনা, কর্নিয়া, ক্যাটার্যাক্ট, লোভিশন, ইনজুরি, শিশু চক্ষু রোগ ইত্যাদি। চোখের প্রায় সব চিকিৎসাই হয় এখানে। ২২০ শয্যার এই হাসপাতালে মোট কেবিন ৯টি এবং ওয়ার্ডের সংখ্যা ১০টি।[৮]
অনুষদ ও বিভাগ
চোখের ১৩টি রোগের চিকিৎসা হয় এখানে। চোখের কর্নিয়া, রেটিনা অপারেশনে হাসপাতালটি বিশেষ খ্যাতি আছে। ভারতের হায়দ্রাবাদের এলভি প্রাসাদ আই ইনস্টিটিউট, মাদ্রাজের অরবিন্দ আই হাসপাতাল এবং চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়কে অনুসরণ করা হয়।[৯] এলভি প্রাসাদের কাছ থেকে দক্ষতা বৃদ্ধি ও ফেলোশিপ করে এখন সেবা দেয়া হচ্ছে।[১০][১১]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ