ইলিনা কাজান

ইলিনা কাজান
ElenaKazan.jpg
২০১৩ সালে ইলিনা কাজান
জন্ম
ইলিনা কাজান

জাতীয়তারাশিয়া রুশ
জার্মানি জার্মান
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১০–বর্তমান
পরিচিতির কারণবিগ বস ১০
আদি নিবাসবার্লিন, জার্মানি
উচ্চতা১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)

ইলিনা কাজান হলেন একজন জার্মান-রুশ অভিনেত্রী, যিনি জার্মান চলচ্চিত্রে উপস্থিত হওয়ার পাশাপাশি ভারতীয় চলচ্চিত্র এজেন্ড বিনোদ, জন ডে এবং প্রাগের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। জার্মান-ফিলিপাইন, ইংরেজি চলচ্চিত্র 'রুইন্ড হার্ট', যেখানে মূল নারী চরিত্রে অভিনয় করেছেন; এই চলচ্চিত্রটি ২০১৫ সালের মার্চ মাসে মুক্তি পায়। ২০১৬ সালে, ভারতীয় চ্যানেল কালারসে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস ১০-এ একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন; যেখানে তিনি ১৪তম স্থান অর্জন করেন।[][][][]

চলচ্চিত্রের তালিকা

সাল চলচ্চিত্র চরিত্র ভাষা
২০১০ ক্লার্ক বাংলা
২০১১ ডিয়ার ফ্রেন্ড হিটলার হিন্দি
রঙ মিলান্তি লিসা বাংলা
এগারো
২০১২ এজেন্ড বিনোদ টাটিনা রেঙ্কো হিন্দি
২০১৩ জন ডে তাবাসসুম হাবিবি
প্রাগ চেক জিপসি গার্ল
আসমা কাশ্মীরি মেয়ে
২০১৪ তান এনজিও কর্মীর স্ত্রী বাংলা
২০১৫ রুইন্ড হার্ট প্রেমিকা ইংরেজি
ইয়ুভা ইংরেজির শিক্ষিকা হিন্দি
২০১৭ দ্য ফাইনাল এক্সিট স্বভূমিকা
২০১৯ ব্যাটালিয়ন ৬০৯ রুখসানা

টেলিভিশন

সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল নোট
২০১৬ বিগ বস ১০ স্বভূমিকা কালারস ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ

তথ্যসূত্র

  1. "Elena Kazan- I think People tend to build up actors into unreachable stars"। The Moviean। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "International import Elena Kazan's a desi girl at heart"Mid Day। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৩ 
  3. "Elena Kazan works with Saif again"www.mid-day.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২২ 
  4. "Elena Kazan Ready for Bollywood with 'John Day' Debut"। India West। ২০ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!