ইমরান আহমেদ
|
জন্ম | (1981-04-01) ১ এপ্রিল ১৯৮১ (বয়স ৪৩) ময়মনসিংহ, বাংলাদেশ |
---|
ব্যাটিংয়ের ধরন | ডান হাতি |
---|
বোলিংয়ের ধরন | রাইট আর্ম অফব্রেয়াক |
---|
|
বছর | দল |
২০১১/১২ | ঢাকা বিভাগ |
---|
২০০০/০১–২০০৯/১০ | বরিশাল বিভাগ |
---|
২০০৩/০৪ | বাংলাদেশ অনূর্ধ্ব -২৩ |
---|
১৯৯৮/৯৯ | বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ |
---|
|
---|
ফাস্ট ক্লাস অভিষেক | ২২ নভেম্বর ২০০০ বরিশাল বিভাগ বনাম খুলনা বিভাগ |
---|
শেষফাস্ট ক্লাস | ২৮ নভেম্বর ২০১১ ঢাকা বিভাগ বনাম রাজশাহী বিভাগ |
---|
লিস্ট এ অভিষেক | ৪ এপ্রিল ১৯৯৯ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম করাচী হোয়াটস |
---|
শেষ লিস্ট এ | ১৭ জানুয়ারি ২০০৯ বরিশাল বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ |
---|
|
|
|
---|
|
ইমরান আহমেদ প্রথম-শ্রেণীর ও লিস্ট এ বাংলাদেশী ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান। তিনি ১ এপ্রিল ১৯৮১ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি ২০০০/০১ সালে বরিশাল বিভাগের হয়ে আত্মপ্রকাশ করেন এবং ২০০৯/১০ মৌসুম পর্যন্ত ছিলেন। তিনি ২০০৯/১০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব -২৩, ১৯৯৯/৯৯ সালে সালে বাংলাদেশ যুব একাদশের হয়ে ছিলেন। তিনি চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ১৭৭ রানের সাথে সেরা ৫ টি প্রথম শ্রেণির সেঞ্চুরি এবং ১৫ টি অর্ধশতক করেছেন। তিনি রাজশাহী বিভাগের বিপক্ষে ১৫২ * রান করেছিলেন। মাঝে মাঝে বিরতিতে তিনি ৫ টি প্রথম শ্রেণির উইকেট নিয়েছেন। তার সেরা প্রথম শ্রেণির সেঞ্চুরি ১১৫, চট্টগ্রাম বিভাগের বিপক্ষে এসেছিল। [১]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ