ইমন চৌধুরী একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক। তিনি চিরকুট সঙ্গীতদলের গিটারবাদক, ম্যান্ডোলিন বাদক ও সঙ্গীত পরিচালক। তিনি মায়া: দ্য লস্ট মাদার চলচ্চিত্রের সঙ্গীতায়োজনের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]
প্রারম্ভিক জীবন
ইমন নরসিংদী জেলায় বেড়ে ওঠেন। তার বাবা মতিউর রহমান চৌধুরী নরসিংদী নজরুল একাডেমির অধ্যক্ষ এবং মা হেলেনা একজন সঙ্গীতজ্ঞ। তার সঙ্গীত ও গিটারের তালিম নেওয়া শুরু হয় তার বাবার কাছ থেকে। পরবর্তীকালে তিনি নরসিংদীর সঞ্চয়ের কাছেও গিটার শিখেন।[২]
ব্যক্তিগত জীবন
ইমন ২০১৫ সালের ১২ই নভেম্বর ফারজানা নীপা জেরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জেরী তার মামাতো বোন। তাদের এক কন্যা সন্তান রয়েছে। [৩]
ডিস্কতালিকা
পুরস্কার
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
---|
১৯৭৫-১৯৮৬ | |
---|
১৯৮৭-২০০০ | |
---|
২০০১-বর্তমান | |
---|