ইভা কাইলি (গ্রিক: Εύα Καϊλή; জন্ম ২৬ অক্টোবর ১৯৭৮) একজন গ্রিক রাজনীতিবিদ যিনি ২০১৪ সাল থেকে ইউরোপীয় পার্লামেন্টের (এমইপি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে ইউরোপীয় পার্লামেন্টের চৌদ্দ ভাইস প্রেসিডেন্টের একজন হিসেবে দায়িত্ব পালন করেন, যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ২০২২ সালের ডিসেম্বর মাসে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
কাইলি হলেন হেলেনিক পার্লামেন্টের প্রাক্তন সদস্য এবং গ্রীক টেলিভিশন চ্যানেল এমইজিএ চ্যানেলের প্রাক্তন টেলিভিশন সংবাদ উপস্থাপিকা।[৩]
ব্যক্তিগত জীবন
কাইলি ও তার সঙ্গী একজন সংসদীয় সহকারী ফ্রান্সেস্কো জর্জি ২০২১ সালে একটি কন্যার জন্ম দিয়েছিল।[৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ