ইউরোস্পোর্ট (ভারত)

ইউরোস্পোর্ট
উদ্বোধন৬ ফেব্রুয়ারি, ২০১৭
মালিকানাডিসকাভারি এশিয়া-প্যাসিফিক
দেশভারত
ভাষাইংরেজি
প্রচারের স্থানভারতীয় উপমহাদেশ
প্রধান কার্যালয়মুম্বই, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
অ্যানিমেল প্লানেট, টিএলসি, ডিসকাভারি টার্বো, ডিসকাভারি কিডস, ডিসকাভারি ইন্ডিয়া
ওয়েবসাইটwww.dsport.in

ইউরোস্পোর্ট, পূর্বনাম ডিস্পোর্ট, হচ্ছে একটি ভারতীয় খেলাধুলা বিষয়ক টেলিভিশন চ্যানেল। চ্যানেলটি ডিস্পোর্টের নামে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারিতে ডিসকভারি ইন্ডিয়া এবং লোক্স স্পোর্টেলের এক অংশীদারিত্বে চালু হয়।[] প্রতি বছরে চ্যানেলটি দর্শকদের জন্য প্রায় ৪০০ ঘণ্টার খেলা সরসারি সম্প্রচার করে।[] চ্যানেল ফুটবল, ক্রিকেট, রেসলিং, গলফ, সাইক্লিং, রাগবি প্রভৃতি খেলা সম্প্রচার করে থাকে।[] ২০২০ সালের জানুয়ারিতে লেক্স স্পোর্টেল ডিসকভারির সাথে অংশীদারিত্ব বাতিল করে ও ১স্পোর্টস চালু করে। ২০২০ সালের ১৭ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ডিসকভারিকে ইউরোস্পোর্ট নামে চ্যানেলটি পুনঃব্র্যান্ড করার অনুমতি দেয়।

অনুষ্ঠানমালা

ফুটবল

ক্রিকেট

গলফ

  • ব্রিটিশ ওপেন
  • রাইডার কাপ
  • এলপিজিএ

রাগবি

  • রাগবি সিক্স নেশন্স

তথ্যসূত্র

  1. Ahluwalia, Harveen (২০১৭-০২-০৬)। "Discovery rolls out new sports channel DSPORT"livemint.com/। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০১ 
  2. "Discovery launches sports channel DSPORT in India - The Economic Times"The Economic Times। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০১ 
  3. "Discovery launches DSPORT channel for sports viewers - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!