ইউরোস্পোর্ট |
---|
|
উদ্বোধন | ৬ ফেব্রুয়ারি, ২০১৭ |
---|
মালিকানা | ডিসকাভারি এশিয়া-প্যাসিফিক |
---|
দেশ | ভারত |
---|
ভাষা | ইংরেজি |
---|
প্রচারের স্থান | ভারতীয় উপমহাদেশ |
---|
প্রধান কার্যালয় | মুম্বই, ভারত |
---|
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | অ্যানিমেল প্লানেট, টিএলসি, ডিসকাভারি টার্বো, ডিসকাভারি কিডস, ডিসকাভারি ইন্ডিয়া |
---|
ওয়েবসাইট | www.dsport.in |
---|
ইউরোস্পোর্ট, পূর্বনাম ডিস্পোর্ট, হচ্ছে একটি ভারতীয় খেলাধুলা বিষয়ক টেলিভিশন চ্যানেল। চ্যানেলটি ডিস্পোর্টের নামে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারিতে ডিসকভারি ইন্ডিয়া এবং লোক্স স্পোর্টেলের এক অংশীদারিত্বে চালু হয়।[১] প্রতি বছরে চ্যানেলটি দর্শকদের জন্য প্রায় ৪০০ ঘণ্টার খেলা সরসারি সম্প্রচার করে।[২] চ্যানেল ফুটবল, ক্রিকেট, রেসলিং, গলফ, সাইক্লিং, রাগবি প্রভৃতি খেলা সম্প্রচার করে থাকে।[৩] ২০২০ সালের জানুয়ারিতে লেক্স স্পোর্টেল ডিসকভারির সাথে অংশীদারিত্ব বাতিল করে ও ১স্পোর্টস চালু করে। ২০২০ সালের ১৭ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ডিসকভারিকে ইউরোস্পোর্ট নামে চ্যানেলটি পুনঃব্র্যান্ড করার অনুমতি দেয়।
অনুষ্ঠানমালা
ফুটবল
ক্রিকেট
গলফ
- ব্রিটিশ ওপেন
- রাইডার কাপ
- এলপিজিএ
রাগবি
তথ্যসূত্র