আল-গাবাহ অভিযান

আল-গাবাহ আক্রমণ
আল-গাবাহ অভিযান

"সারিয়াতুল গাবাহ" শব্দের আরবি ক্যালিগ্রাফি
তারিখ৬২৭
অবস্থান
ফলাফল উয়াইনা বিন হিসন আল-ফাজারি কর্তৃক ১ জন নিহত এবং মুহাম্মাদের ২০টি উট অপহৃত।
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
আমর ইবনুল আকওয়া উয়াইনা বিন হিসন আল-ফাজারি
শক্তি
অজানা অজানা
হতাহত ও ক্ষয়ক্ষতি
১জন মুসলিম নিহত, একজন বন্দি নেই

আল-গাবাহ আক্রমণ বা আল-গাবাহ অভিযান ছিল ইসলামি নবি মুহাম্মাদের একটি সামরিক অভিযান যা ইসলামি বর্ষপঞ্জি (হিজরী সন) অনুযায়ী ৬ষ্ঠ হিজরীতে (৬২৭ খ্রিস্টাব্দে) সংঘটিত হয়েছিল।[][] এই অভিযানে মুহাম্মাদ কর্তৃক প্রদত্ত কোন আদেশ ছিলনা, বরং উয়ানাহ বিন হিসন আল-ফাজারিকে মুহাম্মাদের ২০টি উট হরণ করতে দেখে আমর ইবনুল আকওয়া তার ওপর আক্রমণ করেন।[] আক্রমণকালে একজন উটের রাখাল নিহত হয় এবং তার স্ত্রীকে বন্দী করা হয়।[]

পটভূমি

বনু লাহিয়ান অভিযান শেষে মুহাম্মাদ যখন মদিনায় ফিরে আসেন, তখন উয়ানাহ বিন হিসন আল-ফাজারি এবং বনু গাতফান গোত্রের অশ্বারোহীরা মুহাম্মাদের দুগ্ধজাত উটের উপর আক্রমণাত্মক অভিযান চালায়। তারা বনু গিফার গোত্রের এক ব্যক্তিকে হত্যা করে এবং তার স্ত্রীকে অপহরণ করে।[]

আমর ইবনে আল-আকওয়া ঘটনাটি লক্ষ্য করে তাদের অনুসরণ করলেন এবং তাদের দিকে তীর নিক্ষেপ করলেন এবং পশ্চাদ্ধাবন করার সময় মুসলমানদেরকে সাহায্যের জন্য ডাকলেন। অতপর মুহাম্মাদ মদিনার জনগণকে সতর্ক করেন এবং মুসলিম অশ্বারোহী বাহিনীকে শক্তিবৃদ্ধিমূলক সাহায্যের জন্য প্রেরণ করেন[] এবং যু ক্বারাদের অভিযান পরিচালিত হয়।[]

প্রধান সূত্র

ইবনে সা'দের রচিত গ্রন্থ আত-তাবাকাতুল কবীর-এর ২য় খণ্ডে এই ঘটনার উল্লেখ আছে।[]

মুসলিম পণ্ডিত তাবারি ইসলামের ইতিহাস গ্রন্থের ৮ম খণ্ডে এই ঘটনা নিম্নলিখিতরূপে উল্লেখ করেছেন:

অতঃপর আল্লাহর রাসূল মদিনায় ফিরে আসেন এবং কিছুদিন সেখানে অবস্থান করেন। অতঃপর উয়ায়না বিন হিসন বিন হুযায়ফাহ বিন বদর আল-ফাজারি গাতফানের অশ্বারোহীদের সাথে আল-গাবায় আল্লাহর রসূলের দুগ্ধজাত উট আক্রমণ করে। বনু গিফারের এক ব্যক্তি ও তার স্ত্রী উটগুলো দেখাশোনা করতেন। তারা লোকটিকে হত্যা করে এবং উটসহ মহিলাটিকে নিয়ে যায়।

— তাবারি, ৮ম খণ্ড, ইসলামের ইতিহাস, পৃষ্ঠা ৪৩

আরও দেখুন

তথ্যসূত্র

  1. ?abar? (১৯৯৭-০১-০৯)। The History of Al-Tabari Vol. 8: The Victory of Islam: Muhammad at Medina A.D. 626-630/A.H. 5-8 (ইংরেজি ভাষায়)। SUNY Press। আইএসবিএন 978-0-7914-3150-4 
  2. Saʻd, Muḥammad Ibn (১৯৭২)। Kitab Al-tabaqat Al-kabir (ইংরেজি ভাষায়)। Pakistan Historical Society। 
  3. Haykal, Muḥammad Ḥusayn (1994-05)। The Life of Muhammad (ইংরেজি ভাষায়)। The Other Press। আইএসবিএন 978-983-9154-17-7  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. মুফতি, ম. মুকাররাম আহমেদ (ডিসেম্বর ২০০৭), এনসাইক্লোপেডিয়া অব ইসলাম, আনমোল পাব্লিকেশন প্রাইভেট লিমিটেড, পৃষ্ঠা ২২৮, আইএসবিএন 978-81-261-2339-1 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!