আলেক্সিস সানচেজ
পূর্ণ নাম
আলেক্সিস আলেহান্দ্রো সানচেজ সানচেজ[ ১] জন্ম
(1988-12-19 ) ১৯ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৬) [ ১] জন্ম স্থান
তোকেপিলা, চিলি উচ্চতা
১.৬৯ মিটার (৫ ফুট ৬+ ১ ⁄২ ইঞ্চি)[ ২] মাঠে অবস্থান
ফরোয়ার্ড বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি নম্বর
৭ ২০০৪–২০০৫
কব্রেলোয়া বছর
দল
ম্যাচ
(গোল ) ২০০৫–২০০৬
কব্রেলোয়া
৪৭
(১২) ২০০৬–২০১১
উদিনেস
৯৫
(২০) ২০০৬–২০০৭
→ কোলো-কোলো (ধার)
৩২
(৫) ২০০৭–২০০৮
→ রিভার প্লেত (ধার)
২৩
(৪) ২০১১–২০১৪
বার্সেলোনা
৮৮
(৩৯) ২০১৪–২০১৮
আর্সেনাল
১২২
(৬০) ২০১৮–
ম্যানচেস্টার ইউনাইটেড
১২
(২) ২০০৭
চিলি অনূর্ধ্ব ২০
১২
(২) ২০০৬–
চিলি
১২১
(৩৯)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।
আলেক্সিস আলেহান্দ্রো সানচেজ সানচেজ (স্পেনীয় : Alexis Alejandro Sánchez Sánchez , স্পেনীয় উচ্চারণ: [aˈleksis ˈsantʃes] ; জন্ম ১৯ ডিসেম্বর ১৯৮৮) একজন চিলিয় ফুটবলার যিনি ফরোয়ার্ড হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ এর দল ম্যানচেস্টার ইউনাইটেড এবং চিলি জাতীয় দলের হয়ে খেলেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ