আমজাদ মাহবুব
|
জন্ম | (1981-02-27) ২৭ ফেব্রুয়ারি ১৯৮১ (বয়স ৪৩) লাহোর, পাকিস্তান |
---|
ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি |
---|
|
জাতীয় দল | |
---|
টি২০আই অভিষেক (ক্যাপ ১) | ২২ জুলাই ২০১৯ বনাম কাতার |
---|
শেষ টি২০আই | ২৮ জুলাই ২০১৯ বনাম নেপাল |
---|
|
---|
|
আমজাদ মাহবুব (জন্ম ২৭ ফেব্রুয়ারি ১৯৮১) একজন সিঙ্গাপুরের ক্রিকেটার।[১] তিনি ২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ তৃতীয় বিভাগ প্রতিযোগিতায় প্রথম খেলেছিলেন। আগস্ট ২০১৮ এ, তাকে ২০১৮ এশিয়া কাপ বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য সিঙ্গাপুরের দলে জায়গা দেওয়া হয়েছিল।[২] প্রতিযোগিতা সিঙ্গাপুরের হয়ে তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে মাহবুব ছিল সেরা উইকেট শিকারি।[৩]
অক্টোবরে ২০১৮, তাকে ২০১৮–১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য পূর্ব উপ-অঞ্চল গ্রুপে সিঙ্গাপুরের স্কোয়াডে ছিলেন।[৪] পরে একই মাসে, ওমানের ২০১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ তৃতীয় বিভাগ প্রতিযোগিতার জন্য তাকে সিঙ্গাপুরের দলে অন্তর্ভুক্ত ছিলেন।[৫]
২০১৯ সালের জুলাইয়ে, ২০১৮-১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাই প্রতিযোগিতার আঞ্চলিক ফাইনালের জন্য তাকে সিঙ্গাপুরের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছিল।[৬][৭] তিনি ২২ জুলাই ২০১৯ এ কাতারের বিপক্ষে সিঙ্গাপুরের হয়ে টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন।[৮]
২০১৯ সালের সেপ্টেম্বরে, তাকে ২০১৯ মালয়েশিয়া ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এ প্রতিযোগিতার জন্য সিঙ্গাপুর স্কোয়াডের অধিনায়ক মনোনীত করা হয়েছিল।[৯]
তথ্যসূত্র
বহিঃসংযোগ