আব্দুল রাহমান আল-খাতেব

ইবরাহিম খাফাজি সৌদি আরবের জাতীয় সঙ্গীতের কথা লিখেছিলেন, আর সুর দিয়েছিলেন মিশরের সুরকার আব্দুল রাহমান আল-খাতেব। ১৯৫০ সালে এই সঙ্গীতকে সৌদি আরবের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। এই গানটিতে আল্লাহর প্রশংসা করা হয়েছে এবং দেশের সমৃদ্ধি ও রাজার দীর্ঘ জীবন কামনা করা হয়েছে। []

  1. "Music of Saudi Arabia"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৯-২১। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!