আব্দুল করিম আব্বাসি (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৩৮) বাংলাদেশের নেত্রকোণা জেলার রাজনীতিবিদ ও আইনজীবী যিনি নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২][৩]
প্রাথমিক জীবন
আব্দুল করিম আব্বাসী ১৫ ডিসেম্বর ১৯৩৮ সালে নেত্রকোণা জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
আব্দুল করিম আব্বাসী ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোণা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২][৩] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোণা-১ আসন থেকে তিনি পরাজিত হয়ে ছিলেন। ২০০৬ সালে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন। উল্লেখ্য তিনি পঞ্চম জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন [৪][৫]
তথ্যসূত্র