মানচিত্র
আব্দালপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ৬৫.০০ কিমি২ (২৫.১০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৭,৭৩৭ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১২টি ও মৌজার সংখ্যা ৯টি।[২]
ভৌগোলিক অবস্থান
ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির পূর্বে - হরিনারায়নপুর ইউনিয়ন, পশ্চিমে - ঝাউদিয়া ইউনিয়ন, উওরে - হাতিয়া আব্দালপুর/চাপাইগাছিবিল (ঝাউদিয়া), দক্ষিণে - ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া সদর ও শৈলকুপা) অবস্থিত।
গ্রামসমূহ
- আব্দালপুর
- গোপালপুর
- চরপাড়া
- দেড়ীপাড়া
- পান্থাপাড়া
- লক্ষীপুর
- রাজাপুর
- বিষ্ণুদিয়া
- পিয়ারপুর
- সুগ্রীবপুর
- মধুপুর
- শাহপুর
তথ্যসূত্র