আবুল কালাম আজাদ (সাংবাদিক)

আবুল কালাম আজাদ
বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক
কাজের মেয়াদ
৩ ফেব্রুয়রি ২০১৪ – ১৭ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীর প্রেস সচিব
কাজের মেয়াদ
২০০৯ – ২৭ জানুয়ারি ২০১৪
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশি
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসাংবাদিকতা

আবুল কালাম আজাদ একজন বাংলাদেশি সাংবাদিক, যিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[] এরপূর্বে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রারম্ভিক জীবন

আজাদ মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হারিদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম হাবিবুর রহমান সিকদার। ঢাকা বিশ্বদ্যিালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর মস্কো থেকে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্বদ্যিালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তিনি সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের ঢাকা বিভাগীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।[]

কর্মজীবন

আজাদ ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকে যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।[] পরবর্তীতে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে কাজ শুরু করেন।[] পরে ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। ২০১৪ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।[][] পরবর্তীতে একই বছরের ৩ ফেব্রুয়ারি তাকে বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।[] ২০২৪ সালের ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

আজাদ সাংবাদিকতার সাথে জড়িত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সাংবাদিক-কর্মচারিদের জন্য বেতন কাঠামো ঠিক করার জন্য গঠিত পঞ্চম ওয়েজ বোর্ডেরও সদস্য ছিলেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালনা বোর্ড, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন।[]

তথ্যসূত্র

  1. "আবুল কালাম আজাদ"বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "আবুল কালাম আজাদ বাসস'র ব্যবস্থাপনা পরিচালক"বাংলানিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "বাসস'র এমডি পদে আরো তিন বছরের জন্য নিয়োগ পেলেন আবুল কালাম আজাদ"সংগ্রাম। ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "আবুল কালাম আজাদ বাসসের ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 
  5. "আবুল কালাম আজাদ বাসসর এমডি ও প্রধান সম্পাদক"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!