আবদুর রহমান আল-বাজাজ

আবদুর রহমান আল বাজাজ
ইরাকের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১৩ এপ্রিল ১৯৬৬ – ১৬ এপ্রিল ১৯৬৬
প্রধানমন্ত্রীনিজে
পূর্বসূরীআবদুস সালাম আরিফ
উত্তরসূরীআবদুর রহমান আরিফ
ইরাকের ৫১তম প্রধানমন্ত্রী
ইরাক প্রজাতন্ত্রের ৫ম প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
২১ সেপ্টেম্বর ১৯৬৫ – ৯ আগস্ট ১৯৬৬
রাষ্ট্রপতিআবদুস সালাম আরিফ
আবদুর রহমান আরিফ
পূর্বসূরীআরিফ আবদুর রাজ্জাক
উত্তরসূরীনাজি তালিব
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯১৩
বাগদাদ
মৃত্যু১৯৭৩
লন্ডন
জাতীয়তাইরাকি
রাজনৈতিক দলআরব সোশ্যালিস্ট ইউনিয়ন (ইরাক)
প্রাক্তন শিক্ষার্থীবাগদাদ বিশ্ববিদ্যালয়
কিংস কলেজ লন্ডন
পেশাবাগদাদ ল কলেজের ডিন
ধর্মইসলাম (সুন্নি)

আবদুর রহমান আল বাজাজ (১৯১৩–১৯৭৩) ছিলেন একজন রাজনীতিবিদ, সংস্কারক ও লেখক। তিনি একজন প্যান আরব জাতীয়তাবাদি ছিলেন এবং বাগদাদ ল কলেজের ডিন ও পরে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করেছেন। তার মূলত রাজনৈতিক কাজ ছিল বেসামরিক লোক নিয়োগের মাধ্যমে সরকারের পেশাদারিত্ব বৃদ্ধি করা। বাথপন্থি সরকার তার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলে এবং তাকে বন্দী ও নির্যাতন করা হয়। অসুস্থতার কারণে ১৯৭০ সালে তিনি মুক্তি পান। চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর ১৯৭৩ সালে সেখানে মৃত্যুবরণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
আবদুস সালাম আরিফ
ইরাকের অস্থায়ী রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত; ১৩ এপ্রিল ১৯৬৬ – ১৬ এপ্রিল ১৯৬৬
উত্তরসূরী
আবদুর রহমান আরিফ
পূর্বসূরী
আরিফ আবদুর রাজ্জাক
ইরাকের প্রধানমন্ত্রী
১৯৬৫ – ১৯৬৬
উত্তরসূরী
নাজি তালিব

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!