আনুপূর্বিক তসলিমা ও অন্যান্য স্পর্শকাতর প্রসঙ্গ |
লেখক | আহমদ ছফা |
---|
দেশ | বাংলাদেশ |
---|
ভাষা | বাংলা |
---|
ধরন | প্রবন্ধ |
---|
প্রকাশিত | ১৯৯৪ |
---|
প্রকাশক | স্টুডেন্ট ওয়েজ |
---|
আনুপূর্বিক তসলিমা ও অন্যান্য স্পর্শকাতর প্রসঙ্গ বাংলাদেশের অগ্রণী লেখক ও চিন্তাবিদ আহমদ ছফা বিরচিত একটি প্রবন্ধগ্রন্থ। গ্রন্থটি ১৯৯৪ সালে বাংলা একাডেমির বইমেলায় স্টুডেন্ট ওয়েজ থেকে প্রকাশিত হয়েছিল। এ গ্রন্থে আহমেদ ছফা তার বিরুদ্ধে তাসলিমা নাসরিনের করা বিভিন্ন বিরুপ মন্তব্যের জবাব ও ব্যাখ্যা, পাশাপাশি সমালোচনা করেছেন।[১][২]
তথ্যসূত্র
|
---|
মননশীল সাহিত্য | |
---|
কথাসাহিত্য | উপন্যাস |
- সূর্য তুমি সাথী (১৯৬৭)
- ওঙ্কার (১৯৭৫)
- একজন আলী কেনানের উত্থান-পতন (১৯৮৮)
- মরণবিলাস (১৯৮৯)
- অলাতচক্র (১৯৯৩)
- গাভী বিত্তান্ত (১৯৯৫)
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (১৯৯৬)
- পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ (১৯৯৬)
|
---|
গল্পসংগ্রহ | |
---|
|
---|
কাব্যসাহিত্য |
- জল্লাদ সময় (১৯৭৫)
- দুঃখের দিনের দোহা (১৯৭৫)
- একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা (১৯৭৭)
- লেনিন ঘুমোবে এবার (১৯৯৯)
|
---|
অভিযোজন | |
---|