আজাদ হিন্দ রেডিও ভারতবাসীকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করতে ১৯৪৪ খ্রিস্টাব্দে নেতাজী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে শুরু হওয়া একটি বেতার প্রচার মাধ্যম। প্রথমদিকে এর সম্প্রচার জার্মানিতে শুরু হলেও, যুদ্ধ পরিস্থিতি দক্ষিণ-পূর্ব এশিয়া অভিমুখী হলে এবং নেতাজীর দক্ষিণ-পূর্ব এশিয়ায় গমনের সাথে সাথে এর সদর দপ্তর প্রথমে সিঙ্গাপুর ও পরে রেঙ্গুন স্থানান্তরিত হয়। তবে জার্মানি হতে সম্প্রচারের ভার নাম্বিয়ারের দায়িত্বে থাকে। সেসময় নাম্বিয়ার জার্মানিতে ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন ও পরে আজাদ হিন্দ সরকারের দূত হন। [১][২][৩]
বেতার কেন্দ্র হতে জার্মানিতে ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য সর্বাধিক সম্ভাব্য স্বেচ্ছাসেবকদের ভাষা - ইংরেজি,হিন্দি, তামিল বাংলা, মারাঠি, পাঞ্জাবি পশতুন এবং উর্দু ভাষায় সাপ্তাহিক সংবাদ বুলেটিন প্রচারিত হত।
অন্য জোটের বেতার অপপ্রচার খণ্ডন করার উদ্দেশ্যে আজাদ হিন্দ রেডিও কাজ করত। নেতাজী সেসময়কার ' ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে ' 'ব্লাফ এন্ড ব্লাস্টার কর্পোরেশন' এবং অল ইন্ডিয়া রেডিও কে 'অ্যান্টি ইণ্ডিয়ান রেডিও' হিসাবে উল্লেখ করেছিলেন।
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
আজাদ হিন্দ রেডিওতে নেতাজির ভাষণ: