ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে আজমির শহরের জনসংখ্যা হল ৪৮৫,১৯৭ জন।[২] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।
এখানে সাক্ষরতার হার ৭৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০% এবং নারীদের মধ্যে এই হার ৬৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে অজমেরএর সাক্ষরতার হার বেশি।
আজমের জংশন(AII) শহরের প্রধান রেলওয়ে স্টেশন। বর্তমানে এই লাইন ডাবল ট্র্যাক ও বৈদ্যুতিকরণ করা হচ্ছে। সর্বমোট ৫টি প্লাটফর্ম রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮০ মিটার উঁচুতে অবস্থিত। উত্তর পশ্চিম রেল এর অন্তর্গত বিভাগীয় সদর দপ্তর এটি। উত্তরের লাইনটি মাদার জংশন পর্যন্ত, দক্ষিণ পশ্চিমের লাইনটি বাঙ্গুরগ্রাম হল্ট পর্যন্ত এবং দক্ষিণ পূর্বের লাইনটি আদর্শনগর পর্যন্ত বিস্তৃত। আজমের থেকে জয়পুর, আগ্রা হয়ে বিভিন্ন ট্রেন কলকাতা আসে।
তথ্যসূত্র
↑"Ajmer"। Falling Rain Genomics, Inc। ৮ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭।
↑"ভারতের ২০০১ সালের আদমশুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: আসল-ইউআরএলের অবস্থা অজানা (link)
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!