আকাবার প্রথম শপথ

আকাবার প্রথম শপথ বলতে বুঝায় ৬২১ খ্রিষ্টাব্দে মদিনা থেকে আসা একদল সাহাবার ইসলামের উপর অটল এবং ইসলাম প্রচারের কাজে সাহায্য করার শপথ নেওয়া।[]

ঘটনা প্রসঙ্গ

মক্কায় মুহাম্মাদ (সা:) ও তার সাহাবারা ইসলাম প্রচারে কাজ করেছেন সর্বত্র। তাঁরা হজ্বের মৌসুমে বিভিন্ন দেশ ও শহর থেকে আগত মানুষদের কাছেও ইসলাম প্রচার করেছেন। ফলে ইয়াসরীফ (মদিনার পূর্ব নাম), সিরিয়া, মিশর সহ অনেক এলাকাতেই ইসলামের দাওয়াত পৌঁছে যায়।

এরফলে ৬২১ খ্রিষ্টাব্দে (নবুয়তের দ্বাদশ বছরে) মুহাম্মদ (সা:) হজের সময়ে মদিনা থেকে আগত একদল লোকের সাথে সাক্ষাত করলেন । এই দলের ১২ জন সদস্যের মধ্যে ১০ জনই ছিলো মদিনার উল্লেখযোগ্য গোত্র বনু খাযরাজ ও বনু আউস গোত্রের লোক। তারা মিনার কাছে আকাবা উপত্যকায় উপস্থিত হয়ে রাসুলের (সা:) নিকট ইসলামের শপথ বাক্য পাঠ করেন।[]

শপথনামা

(১) আমরা একমাত্র আল্লাহর উপাসনা করব।

(২) আমরা ব্যভিচারে লিপ্ত হব না।

(৩) আমরা চুরি-ডাকাতি বা কোনোরূপ পরস্ব আত্মসাৎ করব না।

(৪) আমরা সন্তান হত্যা বা বলিদান করব না।

(৫) কারও প্রতি মিথ্যা অপবাদ বা দোষারোপ করব না।

(৬) প্রত্যেক সৎকাজে আল্লাহর রাসুলকে মেনে চলব এবং কোনো ন্যায় কাজে তার অবাধ্য হব না।

নবদীক্ষিত মদিনাবাসির এই শপথ বা বাইয়াতকে আল আকাবার প্রথম শপথ বা বাইয়াতে আকাবা উলা নামে পরিচিত।[]

ঐতিহাসিক তাৎপর্য

মদিনাবাসির এই বাইয়াত বা শপথ পরবর্তীতে ইসলাম প্রসারের ব্যপারে ত্বরান্বিত করেছিলো। ফলশ্রুতিতে এরপরে আকাবায় আরো দুটি শপথ হয়। মুহাম্মদ মুসআব ইবনে উমাইর কে মদিনায় পাঠিয়েছিলেন মদিনাবাসিকে ইসলাম ও কুরআন শিক্ষাদানের জন্য।

তথ্যসূত্র

  1. Jamil, Iftekhar। "আকাবার প্রথম বাইয়াত | নবীজি সা." (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ 
  2. "আল আকাবার শপথ"দৈনিক পূর্বকোণ (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ 
  3. "বায়াতে আকাবার ৩ শপথ"আলোর কাফেলা (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!