অ্যাশলে ব্লু |
---|
২০০৭ সালে ব্লু |
জন্ম | (1981-07-08) জুলাই ৮, ১৯৮১ (বয়স ৪৩)[২]
|
---|
অন্যান্য নাম | গার্লভার্ট ও ডিক্সি ডিডল [২] |
---|
উচ্চতা | ৫ ফুট ২ ইঞ্চি (১.৫৭ মিটার)[২] |
---|
দাম্পত্য সঙ্গী | ডেভ নাজ (বি. ২০০৯) |
---|
অ্যাশলে ব্লু (জন্ম: ওরিয়ানা স্মল, ৮ই জুলাই, ১৯৮১) মার্কিন বেতার ব্যক্তিত্ব, লেখক এবং প্রাক্তন পর্ন অভিনেত্রী। [৩] তিনি বর্তমানে তাঁর নিজস্ব ভিভিড রেডিও অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং হাসলার ম্যাগাজিনের জন্য লেখেন।
ক্যারিয়ার
ব্লু-র জন্ম হয়েছিল ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকসে, তিনি ২০০৪ এ বর্ষসেরা মহিলা পারফর্মার এবং ২০০৫ এ সেরা সহায়ক অভিনেত্রী সহ কতিপয় এভিএন পুরস্কার জিতেছেন। ২০০৪ সালের মার্চ মাসে, তিনি জেএম প্রোডাকশনের সাথে তিন বছরের চুক্তিবদ্ধ হয়ে গার্লভার্ট সিরিজে হাজির হয়েছিলেন। [৪]
৩০ জুলাই ২০০৯ এ ব্লু ফটোগ্রাফার ডেভ নাজকে বিয়ে করেন।
২০১১ সালে, তিনি সুইডিশ শিল্পী কার্ল ব্যাকম্যান কর্তৃক মিউজিয়াম অব পর্ন ইন আর্ট এ চিত্রিত হয়েছিলেন। [৫]
২০১৩ সালে, তিনি এভিএন-এর হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। [৬] ব্লু ২০১৩ সালের নভেম্বর থেকে তার নিজস্ব ভিভিড রেডিও শো, ব্লু মুভিজ হোস্ট করে আসছেন। [৭]
পুরস্কার
তথ্যসূত্র
- ↑ Jonathan Gold (মে ৯, ২০০৭)। "Dave Naz: The big uneasy"। LA Weekly। সংগ্রহের তারিখ জুন ১৭, ২০০৮।
- ↑ ক খ গ ঘ ইন্টারনেট অ্যাডাল্ট ফিল্ম ডেটাবেজে Ashley Blue
- ↑ Holly Kingstown (আগস্ট ২৮, ২০১৪)। "THROWBACK THURSDAY—A Five Question Quickie with Porno Superstar Ashley Blue"। Fleshbot। সংগ্রহের তারিখ এপ্রিল ২২, ২০১৫।
- ↑ Peter Warren (ফেব্রুয়ারি ১৪, ২০০৭)। "Ashley Blue, JM Productions Part Ways"। অক্টোবর ২৪, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৭, ২০০৭।
- ↑ "The Museum of Porn in Art presents an exhibition by KARL BACKMAN"। ২৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১।
- ↑ "AVN Announces 2013 Hall of Fame Inductees"। ডিসেম্বর ২১, ২০১২। মার্চ ৩১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৫, ২০১৩।
- ↑ Apache Warrior। "Ashley Blue interview"। XCritic। সংগ্রহের তারিখ এপ্রিল ২২, ২০১৫।
বহিঃসংযোগ