অ্যান অগাস্টিন |
---|
জন্ম | আনেট অগাস্টিন (1989-07-30) ৩০ জুলাই ১৯৮৯ (বয়স ৩৫) |
---|
পেশা | অভিনেত্রী |
---|
কর্মজীবন | ২০১০ – বর্তমান |
---|
দাম্পত্য সঙ্গী | জোমন টি. জন (বি. ২০১৪) |
---|
পিতা-মাতা | - অগাস্টিন (পিতা)
- হানসামা (মাতা)
|
---|
অ্যান অগাস্টিন (জন্ম: আনেট অগাস্টিন, ৩০ জুলাই ১৯৮৯) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।[১] তিনি মালয়ালম অভিনেতা অগাস্টিনের কন্যা। তিনি লাল জোসের এলসাম্মা এন্না আনকুট্টি (২০১০)-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন।[২] তিনি এলসাম্মা এন্না আনকুট্টি, অর্জুনন সাক্ষী, দা থাদিয়া এবং আর্টিস্ট-এ তার অভিনয়ের জন্য পরিচিত।[৩][৪][৫][৬]
কর্মজীবন
অগাস্টিন তার স্নাতকের শেষবর্ষে লাল জোসের এলসাম্মা এন্না আনকুট্টি চলচ্চিত্রের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন, যেখানে তিনি নামমাত্র চরিত্রে অভিনয় করেছিলেন।[৭] চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্য ছিল এবং তার অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। আর্টিস্ট চলচ্চিত্রে গায়ত্রী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার সহ অনেক পুরস্কার অর্জন করেছিলেন।[৮]
ব্যক্তিগত জীবন
অ্যান অগাস্টিন ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি চিত্রনায়ক জোমন টি. জনকে বিয়ে করেছিলেন।[৯] তিনি তার বাবার মৃত্যুর পরে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন এবং ২০১৩ সালে নী-না দিয়ে আবার প্রত্যাবর্তন করেছিলেন।[১০][১১]
পুরস্কার
- কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার (২০১৩) : আর্টিস্ট
- ৬১তম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - মালয়ালম : আর্টিস্ট
- জয়হিন্দ চলচ্চিত্র পুরস্কার
- ২০১৩ - সেরা দ্বিতীয় অভিনেত্রী : আর্টিস্ট
- বনিতা চলচ্চিত্র পুরস্কার
- এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার
- ২০১০ - বর্ষসেরা নতুন মুখ (নারী) : এলসাম্মা এন্না আনকুট্টি
- সূর্য পুরস্কার
- ২০১১ - বর্ষসেরা নতুন মুখ (নারী) : এলসাম্মা এন্না আনকুট্টি
চলচ্চিত্রের তালিকা
বছর
|
শিরোনাম
|
ভূমিকা
|
মন্তব্য
|
২০১০
|
এলসাম্মা এন্না আনকুট্টি
|
এলসাম্মা
|
অভিষেক চলচ্চিত্র
|
২০১১
|
অর্জুনন সাক্ষী
|
অঞ্জলি মেনন
|
|
থ্রি কিংস
|
রঞ্জু
|
|
২০১২
|
অর্ডিনারি
|
আনা
|
|
ভাধ্যার
|
হেমা
|
|
ফ্রাইডে
|
জিন্সি
|
|
পপিন্স
|
অ্যানি
|
|
দা থাদিয়া
|
অ্যান মেরি থাদিক্করণ
|
|
২০১৩
|
রেবেকা উথুপ কিজাক্কেমালা
|
রেবেকা উথুপ
|
|
সিম
|
পূজা
|
|
আর্টিস্ট
|
গায়ত্রী
|
শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - মালয়ালম জয়হিন্দ চলচ্চিত্র পুরস্কার ২০১৩ - সেরা দ্বিতীয় অভিনেত্রী
|
২০১৫
|
নী-না
|
নলিনী
|
|
২০১৭
|
সোলো (মালয়ালম) সোলো (তামিল)
|
অ্যানি
|
দ্বিভাষিক চলচ্চিত্র
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ