অভিশপ্ত নাইটি হল বিরসা দাশগুপ্ত পরিচালিত একটি বাংলা কমেডি ও রোমাঞ্চকর চলচ্চিত্র। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, ইন্দ্রনীল সেনগুপ্ত। পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী সহ আরো অনেকে।[১]
কাহিনী
এক বার ড্যান্সারকে তার প্রেমিক হত্যা করে। প্রেমিকার পরিধেয় নাইটি এই কাহিনীর মূল বিষয়। সেই নাইটি বিভিন্ন জনের হাত ঘুরতে থাকে। যে মহিলা সেটি পরে তার যৌন ইচ্ছা জেগে উঠতে থাকে। এভাবেই সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি ও হাস্যরসের। আসলে প্রকৃত ভালবাসা যার ভেতরে আছে তার ওপরে এই নাইটির জাদু কাজ করেনা।
অভিনয়শিল্পী
সঙ্গীত
এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।[২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ